বগুড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে শিক্ষক নিহত

বগুড়াবগুড়া সদরে ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে আফাজ উদ্দিন (৫৫) নামে এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় পিরবের মাঠপাড়া এলাকায় ওই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দিবাগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।

মাঝিহট্ট ইউনিয়নের চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগ সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আফাজ উদ্দিন শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের রামপুর ভালুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। রবিবার সন্ধ্যায় পাশের পিরবের সিহালীহাট থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোভ্যানে রামপুর ভালুঞ্জা গ্রামের বাড়ি ফিরছিলেন। পিরব মাঠপাড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যানটি রাস্তার পাশে জমিতে উল্টে পড়লে শিক্ষক আফাজ উদ্দিন মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গভীর রাতে তিনি মারা যান।