হঠাৎ রাবি ছাড়ল ৫ বিদেশি শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যায়নরত অবস্থায় হঠাৎ দেশ ছেড়েছে পাঁচ নেপালি শিক্ষার্থী। গত ৯ জানুয়ারি তারা মীর আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরি থেকে ওয়ার্ডেনকে না জানিয়েই ক্যাম্পাস ত্যাগ করেন। এ বিষয়ে গত সোমবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে লিখিত অভিযোগ দিয়েছেন ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক আশাদুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেছেন, ‘তারা হঠাৎ ওয়ার্ডেনকে না জানিয়ে ক্যাম্পাস ত্যাগ করেছে। পরে ওয়ার্ডেন আমাকে এ বিষয়ে লিখিত দিয়েছেন। জানতে পেরেছি, তারা এখানে অ্যাডজাস্ট করতে পারছিল না, তাই চলে গেছে। তাদের সহপাঠীদের বলেছে, তারা এখানে আর পড়বে না।’
ওই শিক্ষার্থীরা হলেন: ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী উজ্জ্বল মাহাতো, সুজান পারাজুলি, মিলন কুমার মোকতার, বিনোদ লামিছানে ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী  লিলা জুং রায়া মাঝি। তারা সবাই ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছিলেন।
ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক আশাদুল ইসলামের ভাষ্য, ‘তারা অফিশিয়ালি না জানিয়ে ডরমিটরি ত্যাগ করে। পরে তাদের বিষয়ে আমি খোঁজ নিয়েছি। এদের মধ্যে দুইজন অস্ট্রেলিয়াতে অফার পেয়েছে বলে জানা গেছে। সহপাঠীদের বলেছে, তারা আর এখানে পড়বে না।’