পুলিশ জানায়, সকালে জোতবাজার এলাকায় ঢুকে পড়ার পর বনগরুটি এদিক-ওদিক ছোটাছুটি করছিল। বনগরুটি দেখে গ্রামের শতাধিক লোক ধাওয়া দিয়ে এটাকে আটক করে। এরপর গরুটি বেঁধে রেখে মান্দা থানায় ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দেন এলাকাবাসী।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গরুটিকে উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারের পর এটিকে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। তখন এটি আসলেই বনগরু কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
তবে এলাকাবাসীর দাবি, এ ধরনের প্রাণী তারা এর আগে কখনও বরেন্দ্র অঞ্চলে দেখেননি।