একুশের দিনে নাটোরে ‘পথ বইমেলা’

নাটোরে পথ বইমেলার উদ্ভোধন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহিদ দিবস উপলক্ষে নাটোর জেলা শহরে এক ভিন্নরকম বইমেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় দৈনিক ‘প্রান্তজন’র আয়োজনে এই ‘পথ বইমেলা’ অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা বলছে, বাংলাদেশে এ ধরনের মেলা এটাই প্রথম।

নাটোর প্রেসক্লাবের বিপরীত পাশের চা চত্বরের পথে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। সাবেক জেলা শিক্ষা অফিসার বেগম হামিদা বানু এর উদ্বোধন করেন। এই ‘পথ বইমেলা’ নাটোরের প্রয়াত তিন সাহিত্যিক কবি দেবরাজ সাহা, গল্পকার হানিফ আলী শেখ ও কবি রশিদুজ্জামান সাদীকে উৎসর্গ করা হয়েছে।

আয়োজকদের পক্ষে প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুর রহমান সেলিম জানান, বাংলা ভাষার প্রতি তাদের যে আত্মিক অনুভব, মূলত তা জানান দিতেই এমন একটি আয়োজনের সিদ্ধান্ত নেন তারা।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চেয়েছি, বই মেলার প্রচলিত ফর্মকে বদলে দিতে। লেখালেখি আর বই পড়ার বিষয়টি যেন মুষ্টিমেয় লোকের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সাধারণ মানুষের মধ্যে যেন পাঠের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া হয়। তা নিশ্চিত করতেই আমরা এই বই মেলার আয়োজন করেছি।’ 

মেলায় ৮০’র দশকের বিখ্যাত কবি অসীম কুমার দাস, গল্পকার জাকির তালুকদার, কবি বদরে মুনীর, কবি-প্রাবন্ধিক সেলিম রেজা নিউটন, মোহাম্মদ কামাল, কামাল খাঁ, এম আসলাম লিটনসহ নাটোরের বিভিন্ন কবি-সাহিত্যিকের বই স্থান পেয়েছে। সকাল ৯টায় শুরু হয়ে এই মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।