চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মৃত মোসলেম মোড়লের ছেলে মো. সাইদুর রহমান ।

সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৬ সালের ১১ মার্চ শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে আসামি বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৯৮৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে র‌্যাব। এ ঘটনায় ১২ মার্চ র‌্যাব-৫ এর পুলিশ পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান ২০১৬ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় দেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন জুয়েল আকতার।