রাজশাহী ওষুধের দোকান কর্মচারীকে আটকের প্রতিবাদে ধর্মঘট পালন

রাজশাহী

রাজশাহী নগরীর জিরো পয়েন্টের স্টার মেডিক্যাল হল ওষুধের দোকান কর্মচারীকে আটকের প্রতিবাদে সব ওষুধের দোকান সাময়িকভাবে বন্ধ করে ধর্মঘট পালন করেছে ব্যবসায়ীরা।

জানা গেছে, রবিবার সকালে যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে কর্মচারিকে আটকের প্রতিবাদে রাজশাহী নগরীর লক্ষীপুর ও সাহেববাজার এলাকার সব ওষুধের দোকান বেলা ১১টার দিকে বন্ধ করে দেওয়া হয়। পরে আটক স্টার মেডিক্যাল হল ওষুধের দোকান কর্মচারি শাহিনকে ছেড়ে দেওয়া হয় দুপুর ১টা ৩০ মিনিটে আবার দোকান খোলা হয়। দোকান বন্ধ থাকায় সাময়িক ভোগান্তির মুখোমুখি হতে হয় রোগী ও তাদের অভিভাবকদের।

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান,‘যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে কর্মচারি শাহিনকে বোয়ালিয়া থানা হেফাজতে নিয়ে আসা হয়। এর জন্য দোকান বন্ধ করে দেয় তারা। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।