ছোলা ৬০, খেজুর ১৩৫

 

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশপ্রতি কেজি ছোলা ৬০ টাকা আর খেজুর পাওয়া যাবে ১৩৫ টাকায়। রমজানের পাঁচ দিন আগে থেকে ছোলা বিক্রি শুরু হবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এ দামে পণ্য বিক্রি করবে। টিসিবি রাজশাহী অফিসের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতাপ কুমার জানান, মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, রেলগেট, লক্ষ্মীপুর, ভদ্রা ও নওদাপাড়া বাজারসহ এই পাঁচটি পয়েন্টে টিসিবি পণ্য বিক্রি করবে। প্রথম অবস্থায় চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি করা হবে। তবে রমজানের পাঁচদিন আগে ছোলা ও খেজুর বিক্রি শুরু করা হবে। চিনির বিক্রি করা হবে ৪৭ টাকায়। আর সয়াবিন তেল ৮৫ টাকা ও মসুর ডাল ৪৪ টাকায় বিক্রি হবে। পাঁচটি পয়েন্টে একটি করে ট্রাকে পণ্যগুলো বিক্রি করা হবে। প্রতি ট্রাকে ১৪০০ কেজি পণ্য থাকবে। এর মধ্যে চিনি ৫০০ কেজি, সয়াবিন তেল ৫০০লিটার  ও মসুর ডাল ৪০০ কেজি থাকবে।  সারা শহরে মোট ৭ টন পণ্য বিক্রি করা হবে। তবে রমজানের ৫ দিন আগে ছোলা বিক্রি শুরু হবে। তখন ৬০ টাকায় ছোলা ও ১৩৫ টাকায় খেজুর বিক্রি করা হবে।

সকাল ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পণ্যগুলো বিক্রি হবে।