পাবনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

আদালত

পাবনার সাঁথিয়া থানার একটি মাদক মামলায় একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার চর সাতবাড়িয়া গ্রামের আব্দুল মালেক (৩৫)।

আদালত সূত্র জানায়, আব্দুল মালেকের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মাদক আইনে মামলা ছিল। ২০১২ সালের জানুয়ারিতে সে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর মোড়ে ৫৯০ বোতল ফেনসিডিল নিয়ে অবস্থান করছিল। এসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। ওই ঘটনায় র‌্যাবের সার্জেন্ট আশরাফুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে সাঁথিয়া থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৩ সালের ৫ জানুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র দেন। এরপর দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সালমা আক্তার বলেন, রায় ঘোষণার সময় আব্দুল মালেক আদালতে উপস্থিত ছিলেন। সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।