আগুনে ভস্মীভূত চারটি গোডাউন, ক্ষতি অর্ধকোটি টাকা

আগুন ভস্মীভূত গোডাউননাটোর শহরের স্টেশন বাজার এলাকায় আগুনে চারটি গোডাউন ভস্মীভূত হয়েছে। গোডাউনে আম পরিবহনের প্লাস্টিকের ক্যারেট ও আপেল-আঙুর পরিবহনের কাগজের কার্টুন ছিল। এতে ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকা। বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ওই আগুন লাগে। নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে স্টেশন বাজার এলাকায় প্লাস্টিকের তৈরি ক্যারেট এবং কাগজের তৈরি কার্টুনের চারটি গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌনে তিনটার দিকে ঘটনাস্থলে পৌছায়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

গোডাউন মালিক শামসুর রহমান, জুয়েল, নাসির উদ্দিন ও কালু মিয়া জানান, আগুনে গোডাউনের সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকটি টাকার ক্ষতি হয়েছে। তারা এখন পথে বসেছেন।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভানোর পর সেখান থেকে ৪৫ লাখ নগদ টাকা ও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সংরক্ষিত নারী আসনের এমপি রত্না আহমেদ। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সরকারের পক্ষ থেকে তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। তিনি আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণে ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের আহ্বান জানান।