কালবৈশাখী ঝড়ে রেল লাইনের ওপর গাছ, তিন ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ

পাবনাপাবনার ভাঙ্গুড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে রেল লাইনের ওপর প্রায় ৩০/৪০টি গাছ ভেঙে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকে। শুক্রবার (১৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গাছ সরানোর পর রাত সোয়া ৯টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গুড়া স্টেশন মাস্টার মো. আব্দুল মালেক বলেন, বিকাল ৫টা ৫০ মিনিটে ভাঙ্গুড়া স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। ঝড়ের রেল লাইনের ওপর বেশ কয়েকটি বড় বড় গাছ ভেঙে পড়ায় ৬টা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি শরৎনগর স্টেশনে থেমে থাকে।
ভাঙ্গুড়া থানার এএসআই মাসুদ রানা জানান, ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের মাধ্যমে রেল লাইনে উপড়ে পড়া গাছ কেটে সরিয়ে ফেলা হয়। রাত সোয়া ৯টায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস উপজেলা শরৎনগর স্টেশন থেকে ছেড়ে যায়।