রূপপুর পারমাণবিক কেন্দ্রের গ্রিনসিটিতে নির্মাণ শ্রমিক নিহত

রূপপুর পারমাণবিক কেন্দ্রের আবাসিক এলাকা গ্রিনসিটিপাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিনসিটি এলাকায় কাজ করার সময় ওপর থেকে ইট পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকেরা নাম আল আমিন (২৮)। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার বোমতি গ্রামের আবুল হাশেম আলীর ছেলে এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাজিন এন্টারপ্রাইজের শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারমাণবিক প্রকল্পে কর্মরত রাশিয়ানদের বসবাসের জন্য দিয়াড় সাহাপুরে নির্মাণাধীন গ্রিনসিটির ৪নং ভবনের ১৬ তলা থেকে আল আমিনের মাথার ওপর ইট পড়ে। তিনি ওই ভবনের নিচে বসে কাজ করছিলেন। ইট মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।

অচেতন অবস্থায় আল আমিনকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী জানান, নিহতের ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।