নাটোরে নিখোঁজের পর শিশুর মৃতদেহ উদ্ধার

নাটোরনাটোরের গুরুদাসপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মরিয়ম। রবিবার (১৬ জুন) দুপুরে বাড়ির পেছনের বাঁশঝাড়ের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, ডোবা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরিয়মের মৃতদেহ দেখতে পান। গুরুদাসপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মরিয়ম উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়ি বামন পাড়া গ্রামের জামসু মিয়ার মেয়ে।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, মরিয়ম শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় বাড়ির সামনে খেলছিল। পরে নিখোঁজ হয়। পরিবারের লোকজন কোথাও তার খোঁজ না পেয়ে শনিবার (১৫ জুন) দুপুরে গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

ওসি মোজাহারুল ইসলাম জানান, মৃতদেহের গলায় শ্বাসরোধ করার চিহ্ন পাওয়া গেছে। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে  প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে শিশুটির হত্যার রহস্য জানা যাবে।