নাটোরে ছাত্রলীগ নেতা খুন, পাঁচ আসামির আত্মসমর্পণ

নাটোরনাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় ছাত্রলীগ নেতা সোহেল রানা (২৮) হত্যা মামলার পাঁচ আসামি আত্মসমর্পণ করেছেন। হত্যাকাণ্ডের ১৭ দিন পর বুধবার (১৯ জুন) বিকালে নাটোর বড়াইগ্রাম আমলি আদালতে তারা আত্মসমর্পণ করেন। এসময় আসামিরা জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম ও বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস এ তথ্য জানান।
আত্মসমর্পণকারীরা হলেন- বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মহিষভাঙ্গা গ্রামের নয়ন (২৬), সজীব (৩০), মোহাম্মদ আলী (৬০), রফিক মৃধা (৬০) ও সাইফুল ইসলাম (৪০)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামসুল ইসলাম জানান, গত ২ জুন উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা দক্ষিণপাড়া এলাকার ঈদগাহ মাঠ সাজানোকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিরা হাতুড়ি দিয়ে পিটিয়ে জেলা আওয়ামী ছাত্রলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেলকে হত্যা করে। এ ঘটনায় তার বাবা খলিল প্রামাণিক বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন।
এক প্রশ্নের জবাবে এসআই শামসুল ইসলাম জানান, মামলার প্রধান দুই আসামি একই গ্রামের রাজিব (২৩) ও সাগর (২৩) পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।