শিশু ও মাতৃমৃত্যু হার কমাতে জোর পদক্ষেপে সরকার: খাদ্যমন্ত্রী

শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াচ্ছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারখাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশে শিশু ও মাতৃমৃত্যু হার কমাতে জোর পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো সচল রাখা এবং কেন্দ্রগুলোতে চিকিৎসক নিশ্চিত করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

শনিবার (২২ জুন) সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসাবে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) ২০১৯’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সেখানে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় কোনও শিশু যাতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে সেজন্য সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

এবার নওগাঁর ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নের দুই হাজার ৪৬৯টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৫৫ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৪ হাজার ৬৪৬ শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ হাজার ৩৪৫ জন স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবী ওই ক্যাপসুল খাওয়াবেন।