নাটোরে সাক্ষীর হাত কেটে হত্যা মামলার আসামি গ্রেফতার

নাটোরনাটোরের গুরুদাসপুর উপজেলায় সাক্ষীর হাত কেটে তাকে হত্যা করার ঘটনায় দায়ের মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সাইদুল ইসলাম (৪২)।

শনিবার (২২ জুন) দুপুরে তাকে কোর্টে চালান দেওয়া হয়।

গ্রেফতার সাইদুলের বাড়ি গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ১৩ জুন এক নারী হত্যা মামলার সাক্ষী এবং অপর একটি হত্যামামলার আসামি জালাল উদ্দিন আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পথে যোগেন্দ্র নগর বাজারের পাশে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এসময় তার ডান হাত বিচ্ছিন্ন করে তা একটি পুকুরে ফেলে দেয় আসামিরা। বাঁ হাত ও বাঁ পায়ের রগ কাটা অবস্থায় স্থানীয়রা জালালকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে বাবু বাদী হয়ে ৯ জনের নাম এবং আরও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর থানার একটি চর এলাকা থেকে আসামি সাইদুলকে গ্রেফতার করে।