বগুড়া-৬ উপনির্বাচনের ভোট শেষ, চলছে গণনা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটারদের সারিশান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোট। সোমবার (২৪ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪১টি কেন্দ্রের ৯৬৫ বুথে ভোটগ্রহণ হয়। পরে শুরু হয় গণনা। তবে নির্বাচন নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার এএসএম জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকাল ৫টার পর ভোট গণনা শুরু হয়। ভোটগ্রহণের সময় কোনও কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার (ডিএসবি) আবদুল জলিল জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় কোনও কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি।