ভেজাল খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা

 

নাটোরনাটোরের গুরুদাসপুর উপজেলায় ভেজাল খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে চার ব্যবসায়ীকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। নাটোর র‌্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রাজিবুল আহসান এ খবর নিশ্চিত করেছেন।

রাজিবুল আহসান জানান, গোপন খবরের ভিত্তিতে নাটোর র‌্যাব অফিসের একজন সদস্য গুরুদাসপুর উপজেলার চাচকৈড় বাজারে অভিযান চালান। বুধবার রাতে এ অভিযান চালানো হয়। তখন ১২০ কেজি ভেজাল সেমাই ও ৮০ কেজি ভেজাল বিস্কুট জব্দ করা হয়। ভেজাল খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে এ সময় গুরুদাসপুর উপজেলার চার ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান ব্যবসায়ী সজিব মিয়াকে ১০ হাজার, আমিনুল ইসলামকে ২ লাখ ৫০ হাজার, মহিদুল ইসলামকে ৪০ হাজার এবং ফাহিম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

রাজিবুল আহসান জানান, জব্দ মালামাল ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।