স্রোতে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন ২০ গ্রাম

স্রোতে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ননাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নে পানির স্রোতে ব্রিজের সংযোগ সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ২০ গ্রামের মানুষ। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার দ্রুত যোগাযোগ সচলের আশ্বাস দিয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল ও প্রত্যক্ষদর্শীরা জানান, আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শেরকোল বিলে পানি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (১৯ জুলাই) দুপুরের পর স্রোতে বক্তারপুর ব্রিজের সংযোগ সড়ক ধসে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্রোতে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্নএক প্রশ্নের জবাবে চেয়ারম্যান করেন, রাস্তা ধসে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে ক্ষতিগ্রস্ত স্থানের ওপর পাশে প্রায় ২০ গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার জানান, ধসে যাওয়া স্থানে বালির বস্তা ফেলে দ্রুততম সময়ের মধ্যে পুনঃযোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। বর্ষা মৌসুম পার হলে ঘটনাস্থল সংস্কার করা হবে।