পরীক্ষার সময় ফ্যান ভেঙে পড়ে তিন ছাত্রী আহত

রাজশাহী কলেজ (ছবি: সংগৃহীত)পরীক্ষা চলার সময় রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের ক্লাস রুমের ফ্যান ভেঙে পড়ে তিন ছাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিসুজ্জামান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত তিন ছাত্রী হলেন—মাসুমা, শ্রাবণী ও কামরুন্নাহার। তারা ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

শিক্ষক আনিসুজ্জামান মানিক জানান, কলেজের ইনকোর্স পরীক্ষা চলছিল। এ সময় শিক্ষার্থীদের মাথার ওপর ফ্যান ভেঙে পড়ে। এতে তিন ছাত্রী আহত হন। তাদের রামেকে ভর্তি করা হয়েছে। চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান জানান, বিআরবি ফ্যানের বডির সঙ্গে সংযুক্ত লোহার রড ভেঙে ফ্যান পড়ে গেছে। এ বিষয়ে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তিন জন ছাত্রী আহতাবস্থায় নিউরোমেডিসিন বিভাগের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। তারা সামান্য আহত।