রাজস্ব খাত থেকে বেতন-ভাতার দাবিতে সোনাতলা পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ধর্মঘটের কারণে পৌর এলাকার সব উন্নয়নমূলক কর্মকাণ্ড ফাইল বন্দি হয়ে রয়েছে।
সোনাতলা পৌরসভার বাসিন্দারা জানান, বন্যার পানির তোড়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো খানাখন্দে ভরে গেছে। এতে স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়েছে। সড়কগুলো দ্রুত মেরামতের জন্য স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ ব্যাপারে সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু বলেন, ‘৮৮ সালের পরে এত বড় বন্যা হয়নি। এমনকি পৌর এলাকায় বন্যার পানিও ওঠেনি। এবারের বন্যায় তার পৌরসভার প্রায় ১৫টি পাকা সড়ক ও ১০টি কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সম্প্রতি ঠিক করা রাস্তাগুলোও নষ্ট হয়েছে। এতে করে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’