বাজিতপুরে দুই পক্ষে সংঘর্ষ, গুলিতে দুইজন নিহত

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের বাজিতপুরে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাইজচর ইউনিয়নের শ্যামপুরে মহরমপ্রধান গোষ্ঠী ও মুন্সী বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত দুইজন হলেন– মাইজচর ইউনিয়নের শ্যামপুর পাড়ার রাহুত আলীর ছেলে মো. ফুরকান (৩০) ও একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. শরীফ (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব-শত্রুতার জের ধরে আজ সকালে শ্যামপুরে মহরমপ্রধান গোষ্ঠী ও মুন্সী বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষের গোলাগুলিতে গুরুতর আহত হন ফুরকান ও শরীফ। এর মধ্যে শরীফকে বাজিতপুর জহুরুল হক মেডিক্যাল হাসপাতাল ও ফুরকানকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সংঘর্ষ থামলেও ওই এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

এসব তথ্য নিশ্চিত করে বাজিতপুর থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ায়ী বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হচ্ছে। তবে এখনও থানায় কোনও মামলা হয়নি।’