পাবনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আদালত

পাবনায় স্ত্রী লাবনী খাতুনকে হত্যার দায়ে তার স্বামী সাজু বিশ্বাসকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. ওয়ালিউল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাজু বিশ্বাস ঈশ্বরদী উপজেলার চররূপপুর গ্রামের মৃত রজব আলী বিশ্বাসের ছেলে। নিহত লাবনী একই উপজেলার মানিকনগর গ্রামের মন্টু মিয়ার মেয়ে।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২১ মে রাতে যৌতুকের টাকা না পেয়ে সাজু তার স্ত্রী লাবনীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর লাবনীর বাবা মন্টু প্রামাণিক বাদী হয়ে ঈশ্বরদী থানায় সাজুকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরদী থানার তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোকসানা খাতুন দীর্ঘ তদন্ত শেষে সাজুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত ওই রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুস ছামাদ রতন ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সনৎ কুমার ও অ্যাডভোকেট আসগার উল ইসলাম।