নাটোরে আ.লীগ নেত্রীকে বহিষ্কার

শামীম আরা শিল্পিনৈতিক স্খলন, চাঁদাবাজি, চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, দলীয় নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও মানহানিকর আচরণসহ বিভিন্ন অভিযোগে নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আরা শিল্পিকে দলীয় পদ ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা শেষে এই বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের এমপি রত্মা আহমেদ এবং সাধারণ সম্পাদক বিউটি আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে দাবি করা হয়, গত ১১ সেপ্টেম্বর থেকে শহরের বিভিন্ন মানুষের মুখে মুখে শামীম আরা শিল্পির নৈতিক স্খলন সম্পর্কিত বিভিন্ন কথা শোনা যাচ্ছিল। এছাড়া তার বিরুদ্ধে নাটোর শহরে চাঁদাবাজি, বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ ধার নিয়ে পরিশোধ না করা, চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে জেলা মহিলা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে জরুরি সভা আহ্বান করা হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে শামীম আরা শিল্পিকে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং মহিলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে স্থায়ীভাব বহিষ্কার করা হয়।

বিষয়টি সম্পর্কে যোগাযোগ করা হলে এমপি রত্মা আহমেদ বলেন, কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা ও তাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন অভিযোগ বিশ্লেষণ করে শিল্পিকে বহিষ্কার করা হয়েছে।