যুবলীগ নেতা হত্যায় বিএনপি-জামায়াতের ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন উপজেলা যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এতে বিএনপি-জামায়াতের ৩৫ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। বুধবার (০২ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রফিকুল ইসলাম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযুক্তরা সবাই দেওপাড়া ইউনিয়ন বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। আদালত তাদের অভিযোগপত্র গ্রহণ করেছেন। এ মামলার ধার্য দিন রয়েছে ২৭ অক্টোবর। ওই দিন মামলার বিচার কাজ শুরুর জন্য অভিযোগ গঠন হতে পারে।

নিহত ইসমাইল হোসেন দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন। গত ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন বিএনপি-জামায়াতের কর্মীরা পালপুর ভোটকেন্দ্র দখল নিতে গেলে বাধা দিতে যান ইসমাইল। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী বিজলা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।