আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য এক বন্ধু আহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার চাটখইর বোয়ালিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন শেরপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে স্কুলশিক্ষক ফজলে রাব্বি বুলবুল (৩০) ও পাবনার বেড়া উপজেলার কৈয়াটোলা গ্রামের সোহরাব হোসেনের ছেলে ব্র্যাক কর্মকর্তা জহুরুল ইসলাম (২৮)। এ ঘটনায় মোটরসাইকেল চালক পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানার কনস্টেবল মনিরুজ্জামান সবুজ আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসাও নিয়েছেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, আজ (শুক্রবার) সকালে বুলবুল, জহুরুল ও সবুজ বগুড়ার শেরপুর থেকে মোটরসাইকেলে নওগাঁর একটি পার্কে বেড়ানোর জন্য রওনা হন। কনস্টেবল সবুজ মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে দুপচাঁচিয়ার সাহারপুকুর এলাকায় জুমার নামাজ আদায় করেন তারা। এরপর বুলবুলের ফুপাতো বোনের বাসায় দুপুরের খাওয়া শেষে নওগাঁর দিকে রওনা হন। বেলা আড়াইটার দিকে তারা আদমদীঘির চাটখইর বোয়ালিয়া এলাকায় পৌঁছেন। এসময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-১৭৫৯) পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সবুজ সড়কে বাম পাশে এবং বুলবুল ও জহুরুল ডান পাশে ছিটকে পড়েন। এসময় ট্রাক বুলবুল ও জহুরুলের ওপর দিয়ে গেলে তারা ঘটনাস্থলেই মারা যান।

ওসি জালাল উদ্দিন আরও জানান, ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা হয়েছে।