রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভা ১৩ অক্টোবর

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনস্থল পরির্দশন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনরাজশাহী আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভা আগামী ১৩ অক্টোবর (রবিবার) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে  অনুষ্ঠিত হবে। সমকালীন পরিস্থিতি নিয়েও নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনা থাকবে প্রতিনিধি সভায়। ইতোমধ্যে সম্মেলন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা আওয়ামী লীগ।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘প্রধানত কেন্দ্রীয় সম্মেলনকে কীভাবে সফল করা যায়, সেই বিষয়ে আলোচনা হবে। এছাড়া থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটি নিয়েও আলোচনা হবে। যেহেতু ডিসেম্বরে কেন্দ্রীয় সম্মেলনের কথা রয়েছে, তার আগে যতখানি সম্ভব কমিটির পুনর্গঠন করতে হবে। যেহেতু সময় অল্প রয়েছে, সেহেতু সব কমিটি পুনর্গঠন করা সম্ভব নাও হতে পারে। তবে সব বিষয়েই নির্দেশনা থাকবে।’

রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘সম্মেলন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

এদিকে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনস্থল পরির্দশন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার (১২ অক্টোবর) দুপুরে তিনি সম্মেলনের আয়োজনস্থল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন পরির্দশন করেন।  পরির্দশনকালে মেয়রের সঙ্গে ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

জানা গেছে, রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় রাজশাহী বিভাগের আটটি জেলা ও মহানগরসহ সাংগঠনিক নয়টি জেলার মোট ২৪০ জন প্রতিনিধি অংশ নেবেন। এরমধ্যে রয়েছেন আটটি জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা সদর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলার থানার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়া মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর কমিটির সাংগঠনিক থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরাও প্রতিনিধি সভায় অংশ নেবেন। এছাড়া প্রতিটি জেলার দলীয় এমপিরা প্রতিনিধি সভায় অংশ নেবেন। প্রতিনিধি সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।