নওগাঁয় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার





উদ্ধার কষ্টি পাথরনওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের খোর্দ্দচম্পা গ্রাম থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে নওগাঁ ১৬ বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ১৯.২৪ কেজি। নওগাঁ ১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে খোর্দ্দাচম্পা গ্রামের আব্দুল মান্নানের বাড়ির পশে তল্লাশি চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। এটির মূল্য আনুমানিক ১৯ লাখ ২৪ হাজার টাকা। মূর্তিটি দেশের বাইরে পাচারের জন্য রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযান পরিচালনার সময় চোরাকারবারিরা মূর্তিটি রেখে পালিয়ে যায়।
একেএম আরিফুল ইসলামের নেতৃত্বে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়ামারীয়া পেরেরা ও থানার ওসি আবুল কালাম আজাদের সমন্বয়ে টাস্কফোর্সটি গঠন করা হয়।