গোদাগাড়ীর সেই দুই জেলেকে ফেরত দিলো বিএসএফ

রাজশাহীরাজশাহীর গোদাগাড়ী উপজেলার জেলে আবদুর রহিম (৫৬) ও ওমর আলী (৩২)-কে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাদের ফেরত দেওয়া হয়। বিজিবি রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ৩টার দিকে গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর নির্মলচর সংলগ্ন বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে পদ্মা নদী থেকে বিএসএফ সদস্যরা তাদের টেনে হিঁচড়ে নিয়ে যায়।

আবদুর রহিম ও ওমর আলীর বাড়ি গোদাগাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামে।

লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিজিবি পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে। বিএসএফ পতাকা বৈঠকে রাজি হয়। এরপর শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে বৈঠক হয়। বৈঠকের পর সন্ধ্যায় তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশের পক্ষে প্রেমতলী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার ফরিদ হোসেন এবং ভারতের টিকনারচর বিএসএফ ক্যাম্পের কমান্ডার রাম কুমার বৈঠকে নেতৃত্ব দেন।

আরও পড়েন...

গোদাগাড়ী সীমান্ত থেকে দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ