বিজয় দিবসের দু’দিন পর মুক্ত হয়েছিল রাজশাহী

মুক্ত দিবস১৯৭১ সালের ১৮ ডিসেম্বর শক্রমুক্ত হয় রাজশাহী। ২০০৬ সাল থেকে এদিনটি রাজশাহী মুক্ত দিবস হিসেবে পালন করা হচ্ছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।

মুক্তিযোদ্ধারা জানান, চাঁপাইনবাবগঞ্জ ১৬ ডিসেম্বর শক্রমুক্ত হয়। এরপর হানাদার বাহিনী এসে জড়ো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হলে। মুক্তিবাহিনী ১৭ ডিসেম্বর সকাল ১০টায় রাজশাহীতে প্রবেশ করে। তখন রাস্তায় নেমে আসে হাজারও উল্লসিত মানুষ। ওইদিন রাতে শক্রবাহিনী জোহা হল ছেড়ে গোপনে নাটোরে গিয়ে সেখানেই যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ১৮ ডিসেম্বর হাজার হাজার মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমবেত হন। তারা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়ে তাদের বরণ করে নেন।