পুকুরে গ্যাসের ট্যাবলেট, মরলো ২৫ লাখ টাকার মাছ

মরা মাছ, ফাইল ছবিবগুড়ার নন্দীগ্রাম উপজেলার পারশুন গ্রামে দু’টি পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২৫ লাখ টাকার মাছ মারা গেছে বলে জানিয়েছেন মাছ চাষি। রবিবার (১২ জানুয়ারি) এ ঘটনা ঘটে। সোমবার (১৩ জানুয়ারি) পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা হয়নি।

জানা গেছে, পারশুন গ্রামের হেলাল উদ্দিন তার নিজের ২০ বিঘার দু’টি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। রবিবার রাতে দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট দেয়। এতে মাছগুলো মরে ভেসে ওঠে।

হেলাল উদ্দিন জানান, শত্রুতাবশত কেউ এ কাজ করেছে। কয়েকদিন পর মাছগুলো বিক্রির কথা ছিল। দুর্বৃত্তরা তার অন্তত ২৫ লাখ টাকার মাছ নিধন করেছে। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, এক মৎস্য চাষির দু’টি বড় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের খবর পেয়েছেন। মামলা দিলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।