মুজিববর্ষেই গভর্নমেন্ট জব পোর্টাল ওপেন: পলক

01তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘শিক্ষিত যুবকদের চাকরির জন্য যাতে কোনও খালু, মামা, চাচা বা রাজনৈতিক নেতার কাছে ছুটতে না হয় সেজন্য এই মুজিববর্ষেই গভর্নমেন্ট জব পোর্টাল ওপেন হবে।’

রবিবার (২৬ জানুয়ারি) বিকালে সিংড়া কোর্ট চত্বরে চলনবিল শিক্ষা উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ওই পোর্টালে থাকবে সরকারের বিভিন্ন দফতরের চাকরির খবর। চাকরি প্রার্থীদের তালিকা থাকবে ওই পোর্টালে, যাতে সব প্রার্থীর তালিকা সরকারের নজরে থাকে। এর মাধ্যমে শিক্ষিত যুবকদের পর্যায়ক্রমে কর্মসংস্থান হবে।’
পলক আরও বলেন, ‘বঙ্গবন্ধুর ইচ্ছা ছিল দেশের সব শিক্ষাকে অবৈতনিক করা। কিন্তু ওই ঘোষণা দেওয়ার আগেই তাকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়।’
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ২১ বছর এ দেশকে উল্টোদিকে চালানো হয়েছে দাবি করে পলক বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নতির শিখরে অগ্রসর হচ্ছে। এখন কোনও শিক্ষার্থীকে আর টাকার জন্য পড়ালেখা বন্ধ করতে হয় না।
শিক্ষার্থীদের ভালো ফলাফলের দিকে মনোনিবেশ না করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে বাবা-মা ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে বঙ্গবন্ধুর আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।