মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে দেশ: নাসিম

মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, মুজিববর্ষে  নানামুখী উন্নয়নের পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে যাবে, দেশ শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে তার নির্বাচনি এলাকা কাজিপুরে আওয়ামী লীগ কার্যালয়ে তৃণমুল নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন।

নাসিম বলেন, বিএনপি-জামায়াতের দুঃশাসনের সময় এ দেশ ছিল অন্ধকারে। জঙ্গিবাদের উত্থান হয়েছিল, উন্নয়নের নামে লুটপাট করা হয়েছিল। হাওয়া ভবন খুলে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জঙ্গি দমন করে দেশকে উন্নয়নের রোল মডেল করেছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত হোসেন। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার,সাধারণ সম্পাদক আলী আসলাম প্রমুখ।