বঙ্গবন্ধুর জন্মদিনে জন্ম: শিশুদের নাম রাখা হলো ‘মুজিব’ ও ‘রেনু’

মায়ের কোলে পাঁচ নবজাতকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের নাম ‘মুজিব’ ও ‘রেনু’ রাখা হয়েছে। বঙ্গবন্ধুর নামানুসারে এক ছেলে শিশুর নাম ‘মুজিব’ এবং চার মেয়ে শিশুর নাম ‘রেনু’ রাখা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

জেলার সদর উপজেলার জিতারপুর গ্রামের ফরহাদ হোসেন,খেজুরতলী গ্রামের লিটন হোসেন, হিচমি গ্রামের কামরুল ইসলাম এবং পাঁচবিবি উপজেলার শিমুলতলী গ্রামের জীবন চন্দ্র তাদের নবজাতক মেয়ের নাম রাখেন ‘রেনু’। এছাড়া ওই দিন রাতে জন্ম নেওয়া সদর উপজেলার জিতারপুর গ্রামের সুলতান হোসেনের ছেলের নাম রাখা হয় ‘মুজিব’।

নবজাতক ‘মুজিব’ এর মা সদর উপজেলার জিতারপুর গ্রামের গৃহবধূ শারমিন বেগম বলেন, ‘বঙ্গবন্ধুকে দেখিনি। তবে জেনেছি তিনি এই দেশ স্বাধীন করেছেন। তার মতো একজন মহান মানুষের জন্মদিনে আমার ছেলে হয়েছে। সবার পরামর্শে ছেলের নাম মুজিব রেখেছি।’

পরে ওই পাঁচ নবজাতকের পরিবারের হাতে উপহার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জোবায়ের গালীব, সিভিল সার্জন ডা. সেলিম মিঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জোবায়ের গালীব বলেন, ‘১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে হাসপাতালে ১২ ঘণ্টায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যারা জন্ম নিবে তাদের প্রত্যেককে তোয়ালে, মশারি ও মুজিববর্ষের ক্রেস্ট উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সেই অনুযায়ী পাঁচ নবজাতকের পরিবারের হাতে উপহার তুলে দেওয়া হয়। পরিবারের সদস্যরা চারটি মেয়ে শিশুর নাম রেনু ও এক ছেলে শিশুর নাম মুজিব রাখে।’