রাজশাহীতে ৩০ এপ্রিল পর্যন্ত এনজিওর কিস্তি আদায় স্থগিত





রাজশাহীমঙ্গলবার (২৪ মার্চ) থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দরিদ্র জনগোষ্ঠির বর্তমান অবস্থা বিবেচনা করে সব এনজিওর কিস্তি আদায় স্থগিত করেছে রাজশাহী জেলা প্রশাসন। সাম্প্রতিক করোনা প্রতিরোধে দারিদ্র জনগোষ্ঠির বেহাল অবস্থায় এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন।



জেলা প্রশাসক হামিদুল হক সোমবার (২৩ মার্চ) দুপুরে তার ফেসবুক আইডিতে ৩০ এপ্রিল পর্যন্ত রাজশাহী জেলার সব এনজিওকে কিস্তি আদায় না করার জন্য অনুরোধ করেন।
এই প্রসঙ্গে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ‘আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাজশাহী জেলার সব এনজিওকে কিস্তি আদায় স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব এনজিওর কাছে চিঠি পাঠানো হয়েছে। তাদের এ বিষয়ে বলা হয়েছে, মঙ্গলবার থেকে তার বাস্তবায়ন করা হবে। কোনও এনজিও যদি মঙ্গলবার থেকে কিস্তি আদায় করে, বিষয়টি আমাদের জানালে আমরা সেটা গুরুত্বসহকারে দেখবো।’