প্রতিষ্ঠান খোলা রাখায় ব্যবসায়ীকে কারাদণ্ড

নাটোরনাটোরে এক ফার্নিচার ব্যসায়ীকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দোকান বন্ধ রাখার সরকারি আদেশ অমান্য করায় তাকে এই শাস্তি দেওয়া হয়। শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলা ভূমি কর্মকর্তা মোহাইমিনা শারমিন এই আদেশ দেন।

মোহাইমিনা শারমিন জানান, উপজেলার আহম্মেদপুর বাস্ট্যান্ড এলাকায় অন্যান্য দোকান বন্ধ থাকলেও এক ফার্নিচার দোকানে কাজ করছিলেন কিছু কর্মচারী। এ সময় খান সাহেব নামে ওই দোকানের মালিককে এই কারাদণ্ড দেওয়া হয়। খান সাহেব উপজেলার আহম্মেদপুর বাজার এলাকার তারা মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।