হাট লাগানোর দায়ে ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতবগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি নির্দেশ অমান্য করে ধাপসুলতানগঞ্জে হাট লাগানোর দায়ে ইজারাদার নূরুল হক তালুকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন এ দণ্ড দেন।

আদালত সূত্র জানায়, করোনাভাইরাস প্রতিরোধে ধাপসুলতানগঞ্জ হাট না লাগাতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু সে নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার হাট লাগানো হয়। হাটে প্রচুর জনসমাগম ঘটে। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত ইজারাদারকে জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন জানান, দণ্ডবিধি-১৮৬০ এর ২৬৯ ধারায় এ জরিমানা করা হয়েছে।