নওগাঁয় করোনায় নতুন আক্রান্ত ৩ জনই পুলিশ সদস্য

করোনাভাইরাসনওগাঁয় নতুন করে আরও তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের তিন জনই পুলিশ সদস্য। শুক্রবার (২২ মে) সকালে নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল এ তথ্য জানান।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ৯২ জন। এর মধ্যে একজন ওসিসহ ১৬ জন পুলিশ সদস্য এবং পাঁচ চিকিৎসকসহ ১৭ জন স্বাস্থ্যকর্মী। জেলায় মোট আক্রান্তের ৩৬ শতাংশই স্বাস্থ্যকর্মী ও পুলিশ। 

সিভিল সার্জন বলেন, 'বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাব থেকে ২৪৪টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে চার জনের করোনা পজিটিভ পাওয়া যায়। চার জনের মধ্যে একজন পুরনো রোগী। দ্বিতীয় দফা পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে। নতুন শনাক্ত তিন জনের সবাই পুলিশ সদস্য। তারা হলেন— নওগাঁ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) এবং অপর দু'জন নওগাঁ পুলিশ লাইন্সে সংযুক্ত কনস্টেবল। আক্রান্ত পুলিশ সদস্যদের সংস্পর্শে আসায় তারা সংক্রমিত হয়েছেন। তারা নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।'

পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, 'করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকার পরও দেশ ও জনগণের কল্যাণে পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে জরুরি সেবা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। এ জন্যই পুলিশের মধ্যে সংক্রমণের হার বেশি।'

উল্লেখ্য, জেলায় ইতোমধ্যে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৩৪ জন। এখনও এ জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি।