জয়পুরহাটে আরও ৫৬ জনের করোনা শনাক্ত

জয়পুরহাটজয়পুরহাটে আরও ৫৬ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ( ২ জুলাই) সকালে ঢাকার ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার এবং বগুড়ার টিএমএসএস বেসরকারি হাসপাতাল থেকে বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনের বরাত দিয়ে সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন শনাক্ত হওয়া ৫৬ জনের মধ্যে ৬ জন ইসলামী ব্যাংক বাংলাদেশের জয়পুরহাট শাখার কর্মকর্তা। এছাড়া ওই ব্যাংকের এক কর্মকর্তার পরিবারের চার সদস্যও আক্রান্ত। এছাড়া কালাই থানার একজন পুলিশ কর্মকর্তা, গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা ও ক্ষেতলালের ১১ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। কর্মকর্তারা আক্রান্ত হওয়ায় ইসলামী ব্যাংকের জয়পুরহাট শাখা লকডাউন (অবরুদ্ধ) করেছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
জয়পুরহাট সিভিল সার্জন সেলিম মিয়া বলেন,‘ ৫৬জন সহ জেলায় বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯৮ জন। করোনায় এ জেলায় এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।