চলনবিলবাসীর কল্যাণে আমৃত্যু নিয়োজিত থাকবো: পলক

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জুনাইদ আহমেদ পলকসবসময় চলনবিলবাসীর পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘বৈশ্বিক মহামারির সামনে আমরা। করোনাভাইরাস ছাড়াও আমাদের ঘূর্ণিঝড় ও বন্যার মতো ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এর আগেও সব দুর্যোগে চলনবিলবাসীর পাশে থেকেছি। চলনবিলবাসীর কল্যাণে আমৃত্যু নিয়োজিত থাকবো।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় নাটোরের সিংড়া উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বন্যাদুর্গতদের ত্রাণ দিচ্ছেন জুনাইদ আহমেদ পলকবন্যায় দিশেহারা না হওয়ার অনুরোধ জানিয়ে পলক বলেন, ‘৬৭৮ কোটি টাকা ব্যয়ে কৃষক ও কৃষি উন্নয়নে সরকার চলনবিল উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন হলে চলনবিলে আমূল পরিবর্তন ঘটবে। তখন আর এ ধরনের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকবে না।’

বন্যার এই দুর্যোগে দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা না করার জন্য তিনি এ সময় সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে বন্যা দুর্গতদের জন্য ভাগনাগকান্দী ও চকপুর আশ্রয়ণ খুলে দেওয়া হয়েছে।  ৫টি ইউনিয়ন এবং পৌর এলাকার কিছু মহল্লা প্লাবিত হয়েছে। সিংড়ায় প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হলেও  গৃহহীন ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। দ্রুতই এসব মানুষকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।’

 পরে প্রতিমন্ত্রী বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন। তিনি শাহাবাজপুর ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু ও শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল।