বানভাসিদের জন্য তাঁবু

বানভাসিদের জন্য তাঁবুর ব্যবস্থা করা হয়েছে



বগুড়ার সোনাতলা উপজেলায় বন্যাদুর্গতরা বিভিন্ন আশ্রয়কেন্দ্র, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। এসব গৃহহীনদের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০টি তাঁবু স্থাপন করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর আলম এ তথ্য জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোনাতলার তেকানীচুকাইনগর ও পাকুল্লা ইউনিয়নের চরাঞ্চলের গৃহহীন মানুষের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁবু স্থাপন করা হচ্ছে। প্রাথমিকভাবে তেকানীচুকাইনগর ইউনিয়নের চরমহনপুর ও চরচুকাইনগর এলাকায় বানভাসিদের জন্য তাঁবুরে ব্যবস্থা করা হয়েছে।
বানভাসি মানুষগুলো যখন পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে করছিল তখন উপজেলা প্রশাসন এ উদ্যোগ নিল। তাঁবু স্থাপনে স্থানীয়দের পাশাপাশি স্কাউট দল সহযোগিতা করেছে।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব তাঁবুতে ১০ জন করে থাকতে পারবে। বসবাসকারীদের বিশুদ্ধ পানি ও পানির জন্য টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
সোনাতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, গৃহহীন মানুষের জন্য তাঁবু স্থাপনের মধ্যে দিয়ে তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ওই তাঁবুতে বসবাসকারীদের মশারির প্রয়োজন হবে না।
প্রাথমিকভাবে ৫০টি তাঁবুর ব্যবস্থা করা হলেও চাহিদার পরিপ্রেক্ষিতে সংখ্যা আরও বাড়ানো হবে।  
সোনাতলা উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটন জানান, এটি সরকারের একটি মহৎ উদ্যোগ। একটি মানুষও যাতে খোলা আকাশে নিচে রাত্রিযাপন না করে এজন্য সরকার বানভাসিদের জন্য এই উদ্যোগ নিয়েছে। এটি অস্থায়ী না করে বানভাসিদের জন্য স্থায়ী করা হলে অভাবী মানুষগুলো আরও উপকৃত হতো।

ইউএনও শফিকুর আলম জানান, বানভাসি মানুষগুলো যাতে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঘুমাতে পারে এজন্য জেলা প্রশাসকের নির্দেশে এসব তাঁবু ব্যবস্থা করা হয়েছে।