নাটোরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

নাটোরনাটোরের বাগাতিপাড়া ও গুরুদাসপুর উপজেলায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ট্রেনে কাটা পড়ে এবং অপরজন ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।

ভাতিজার অস্ত্রের আঘাতে নিহত ব্যক্তির নাম নূরেন বক্স (৫০)। তিনি গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামের বাসিন্দা। তবে ট্রেনে কাটা পড়ে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সোমবার বিকালে ভাতিজা সোহাগের বাড়ির সামনে ছাগল নিয়ে নূরেনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগ কুড়াল দিয়ে নূরেনকে আঘাত করে। এ সময় ধস্তাধস্তিতে সোহাগ, সোহাগের বাবা জাহা, নূরেনের শ্যালক আব্দুল ও তার স্ত্রী আহত হন। গুরুতর আহত নূরেনকে রাজশাহী মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলস্টেশনের কি-গার্ড মোস্তাক আহমেদ জানান, বিকালে পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে।