শাহজাদপুর পৌরসভায় জিতলেন নৌকার প্রার্থী

মনির আক্তার খান লোদী সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মনির আক্তার খান লোদী। নৌকা প্রতীক নিয়ে ২৯ হাজার ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি।

তার নিকটতম প্রার্থী বিএনপির মাহমুদুল হাসান সজল পেয়েছেন ১ হাজার ৮৬৭ ভোট। মেয়র পদে অপর দুই প্রার্থী জাতীয় পার্টির মোক্তার হোসেন ২৩৮ এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী খন্দকার ইমরান পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিংঅফিসার আবুল হোসেন।

এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ আসনে বিজয়ী কাউন্সিলররা হলেন ১নং ওয়ার্ডে আছাব আলী, ২নং ওয়ার্ডে তৌহিদুর রহমান অ্যাপোলো, ৩নং ওয়ার্ডে জহরলাল হোসেন, ৪নং ওয়ার্ডে নাজমুল হোসেন, ৫নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান পিযূষ, ৬নং ওয়ার্ডে আবু শামীম সূর্য, ৭নং ওয়ার্ডে আল মাহমুদ প্রামানিক, ৮নং ওয়ার্ডে আব্দুর রউফ ও ৯নং ওয়ার্ডে আফসার আলী শিকদার।

অন্যদিকে ৩টি সংরক্ষিত আসনে বিজয়ী মহিলা কাউন্সিলররা হলেন-১নং ওয়ার্ডে শাহানাজ পারভীন, ২ নং ওয়ার্ডে সিলভী পারভীন মিঠু ও ৩নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন ছবি।

রিটার্নিং অফিসার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রেই ইভিএম-এ ভোট গ্রহণ করা হয়। প্রতিটি ভোট কেন্দ্রেই পুরুষ ও মহিলা ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।