নাটোরে তিন পৌরসভায় মেয়র পদে তিন জনের প্রার্থিতা প্রত্যাহার

পৌরসভা নির্বাচন ২০২০-২১নাটোরের নলডাঙ্গা, গোপালপুর ও গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে তিন জন মেয়রপ্রার্থী এবং তিন জন সাধারণ কাউন্সিলরপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, পৌরসভায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৯ ডিসেম্বর। ওই দিন পর্যন্ত নলডাঙ্গা পৌরসভায় মেয়রপ্রার্থী শেখ মোহাম্মদ আলমগীর (স্বতন্ত্র) ছাড়াও ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. আকরাম এবং ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জিল্লুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

গোপালপুর পৌরসভায় স্বতন্ত্র মেয়রপ্রার্থী জিল্লুর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একই পৌরসভার  ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মাসুদ রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অপরদিকে গুরুদাসপুর পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী আতিয়ার রহমান ও কাউন্সিলর প্রার্থী সুভাষ কুন্ডু মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এর ফলে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে নলডাঙ্গায় ৩, গোপালপুরে ৪ ও গুরুদাসপুরে ৬ জনসহ মোট ১৩ মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সংরক্ষিত আসনে নলডাঙ্গায় ১০, গোপালপুরে ১২ ও গুরুদাসপুরে ১৪ জনসহ মোট ৩৬ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নলডাঙ্গায় ৩৬, গোপালপুরে ৩৫ ও গুরুদাসপুরে ৩৮ জনসহ মোট ১০৯ কাউন্সিলর প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নলডাঙ্গার মেয়র প্রার্থীরা হলেন সাহেব আলী প্রাং (স্বতন্ত্র), আব্বাস আলী (বিএনপি), ও মনিরুজ্জামান মনির (আ.লীগ)। গোপালপুর পৌরসভার মেয়র প্রার্থীরা হলেন মুনজুরুল ইসলাম (স্বতন্ত্র), শেখ আব্দুল্লাহ আল মামুন কচি (বিএনপি), আব্দুল হান্নান (স্বতন্ত্র) ও রোকসানা মোর্তজা লিলি (আ.লীগ)।  গুরুদাসপুর পৌরসভার মেয়রপ্রার্থীরা হলেন মোহাম্মাদ আলী (স্বতন্ত্র), আরিফুল ইসলাম বিপ্লব (স্বতন্ত্র), আব্দুস সালাম (স্বতন্ত্র), আমজাদ হোসেন (স্বতন্ত্র), শাহনেওয়াজ আলী (আ.লীগ) ও আজমুল হক বুলবুল (বিএনপি)।