নাটোরে ৩ পৌরসভায় নারী ভোটার বেশি

আগামী ১৬ জানুয়ারি নাটোরের গোপালপুর, গুরুদাসপুর ও নলডাঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার নলডাঙ্গা পৌরসভায় ইভিএম-এর মাধ্যমে ভোটের আয়োজন হলেও অপর দুই পৌরসভায় ভোট হবে ব্যালটে। এবারের নির্বাচনে তিনটি পৌরসভাতেই নারী ভোটার বেশি।

এদিকে সুষ্ঠু ভোটগ্রহণের স্বার্থে সোমবার (১১ জানুয়ারি) গুরুদাসপুর পৌরসভায় ১২ জন প্রিজাইডিং,৭১ জন সহকারী প্রিজাইডিং ও ১৪২ জন পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অপরদিকে গোপালপুর পৌরসভায় ৯ জন প্রিজাইডিং, ৫৮ জন সহকারী প্রিজাইডিং ও ১১৬ জন পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা আছলাম জানান, ১৬ জানুয়ারি সকাল থেকে গোপালপুর পৌরসভায় ৮৬৫৪ জন পুরুষ ও ৮৮৮১ জন নারীসহ মোট ১৭৫৩৫ জন ভোটার ৯টি কেন্দ্রের ৫৮টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন।

গুরুদাসপুর পৌরসভায় ১২ হাজার ১৬৫ জন পুরুষ ও ১২ হাজার ৮৩৯ জন নারীসহ মোট ২৫ হাজার চার জন ভোটার ১২টি কেন্দ্রের ৭১টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন। অপরদিকে নলডাঙ্গা পৌরসভায় চার হাজার ২৩০ জন পুরুষ ও চার হাজার ৩৯৫ জন নারীসহ মোট আট হাজার ৬২৫ জন ভোটার ৯টি কেন্দ্রের ২৯টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতবারের তুলনায় এবার গোপালপুরে ১৩টি, গুরুদাসপুরে ৬টি ও নলডাঙ্গায় ৮টি ভোটকক্ষ বেশি করা হয়েছে। তবে কেন্দ্রের সংখ্যা একই রয়েছে। অপরদিকে পুরুষের চেয়ে নারী ভোটার গোপালপুরে ২২৭ জন, গুরুদাসপুরে ৬৭৪ জন ও নলডাঙ্গায় ১৬৫ জন বেশি।

নির্বাচনে গোপালপুর পৌরসভায় মেয়র পদে চার, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন; গুরুদাসপুরে মেয়র পদে ছয়, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ ও কাউন্সিলর পদে ৩৮ জন এবং নলডাঙ্গা পৌরসভায় মেয়র পদে তিন জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে গোপালপুর পৌরসভায় একজন সাধারণ কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।