অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় উল্টে গেলো ট্রাক

 

বগুড়ায় অরক্ষিত লেভেল ক্রসিং-এ লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকচালক লাফিয়ে আত্মরক্ষা করায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। সোমবার (১১ জানুয়ারি) সকালে শহরের নারুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকালে বগুড়া স্টেশন পুলিশ ফাঁড়ির বিদায়ী এএসআই আক্তারুন্নাহার লিপি এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, ঢাকা ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেন সোমবার সকাল ৭টার দিকে বগুড়া স্টেশন অতিক্রম করে শহরের নারুলী এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় চালক বার বার হর্ন দেন। কিন্তু, এরপরও ট্রাকচালক ট্রাকটি (বগুড়া-ড-১১-১০১৩) লেভেল ক্রসিংয়ের ওপর তুলে দেন। পরিস্থিতি আঁচ করতে পেরে ট্রাকচালক লাফিয়ে প্রাণে বেঁচে যান। ট্রেন ধাক্কা দিলে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনটি নিরাপদে পার হয়ে যায়। ট্রাকে বালু থাকলে দুর্ঘটনার সম্ভবনা ছিল। পরে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেকারের মাধ্যমে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নেন।

বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোস্তম আলী জানান, এর আগেও এই অরক্ষিত লেভেল ক্রসিং-এ দুর্ঘটনা ঘটেছে। রেল কর্তৃপক্ষ সেখানে শুধু সতর্কতা সাইনবোর্ড ঝুলিয়ে দায়িত্ব শেষ করেছেন। ব্যস্ততম এলাকায় এ ক্রসিং-এ গেট বা গেটম্যান নেই। গেটম্যানের মাধ্যমে যানবাহন পারাপার করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। তিনি নারুলীর ওই অরক্ষিত লেভেল ক্রসিং-এ স্থায়ী রেলগেট স্থাপন ও লোকবল নিয়োগের দাবি জানিয়েছেন। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত বগুড়া স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই শাহ্ আলম এ দুর্ঘটনার ব্যাপারে অবহিত নন বলে জানিয়েছেন। ট্রাকচালকের বিরুদ্ধে মামলাও হয়নি।

নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক নারুলী এলাকার কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, স্থানীয় প্রভাবশালীরা রেল লাইন থেকে মাত্র ৫ ফুট দূরে রেলেরই জায়গা বিক্রি করছেন। নিম্ন আয়ের মানুষরা এখানে জায়গা কিনে ঘর নির্মাণ শুরু করেছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা এ ব্যাপারে রেল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।