বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং ছয় জন আহত হয়েছেন। আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছোনকা ঘোগাব্রিজ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন বগুড়ার তসলিম উদ্দিনের ছেলে জালাল উদ্দিন।

শেরপুর ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন এ তথ্য দিয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ছেড়ে আসা সরকার ট্রাভেলসের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-২২০১) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়ার শেরপুরের ছোনকা ঘোগাব্রিজ এলাকায় পৌঁছে। এ সময় বগুড়া ছেড়ে থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাস ও ট্রাকের মুখোমুখে সংঘর্ষে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত এবং ছয় জন আহত হন।

আহত শাজাহানপুরের জাহিদ (৩০) ও নাহিদসহ (২৫) অন্যদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। নিহত অপরজনের (৪৫) পরিচয় পুলিশ জানাতে পারেনি।