সিসা তৈরি করায় কারাদণ্ড

বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করায় জাহাঙ্গীর আলম সেলিম নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামের আদালত পরিবেশ সংরক্ষণ আইনে এ সাজা দেন।

আদালত সূত্র জানায়, জাহাঙ্গীর আলম সেলিম কাহালু উপজেলার জামগ্রামের আবদুল গাফফার সরদারের ছেলে। তিনি পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যাটারিপুড়িয়ে সিসা তৈরি করে আসছিলেন। গোপনে খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম ও নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম তাকে গ্রেফতার করেন।

বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত পরিবেশ সংরক্ষণ আইনে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত সেলিমকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।