নষ্ট মেশিনে কম তেল দেওয়ার অভিযোগ, প্রমাণ মিললো হাতেনাতে

ফিলিং স্টেশনের মেশিন নষ্ট হয়েছে বেশ আগেই। কিন্তু, তা মেরামত বা বদলে নতুন মেশিন না লাগিয়ে ওটা দিয়েই বিক্রি হচ্ছিল তেল। এতে ক্রেতারা জ্বালানি তেল কম পাওয়ার অভিযোগ করে আসছিলেন। এমনই একজন বুধবার অভিযোগ করায় সংশোধনের বদলে উল্টো তাকে মারধর করে পাম্প কর্তৃপক্ষ। এ নিয়ে সড়ক অবরোধের একদিন পর আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালত চালালো কাজল স্বর্ণা ফিলিং স্টেশনে। ধরা পড়ে গেলো পাম্প মালিকের অসততা। এরপর ওই মেশিনটি সিলগালা করে দিয়ে পাম্প মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহে কাজল স্বর্ণা ফিলিং স্টেশনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ফিলিং স্টেশনটির একটি মেশিন পরীক্ষা করে তা নষ্ট পাওয়ায় সেটি সিলগালা করে দেওয়া হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত ওই ফিলিং স্টেশন মালিক খালেদ মোশাররফকে ৪০ হাজার টাকা জরিমানা করে।

উল্লেখ্য, বুধবার দুপুরে ওই ফিলিং স্টেশন থেকে তেল কেনেন এক মোটরসাইকেল চালক। এসময় তেল কম পাওয়ার কথা বললে বিষয়টির জন্য দুঃখপ্রকাশ করে সঠিক ওজনে তেল দেওয়ার বদলে তাকে মারধর ও লাঞ্ছিত করে কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন যানবাহনের শ্রমিক ওই ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার ঘটনা দীর্ঘদিন থেকে চলছে দাবি করে পাম্পটির কর্তৃপক্ষের বিচার দাবিতে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে। এরপর তাদের বিচারের আশ্বাস দেয় পুলিশ।