আগুনে নিজ শরীর ঝলসেও বাঁচাতে পারলেন না গোয়ালের গরু

বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে কিনেছিলেন গরু। আশা ছিল গরু বিক্রি করে সমৃদ্ধি আনবেন সংসারে। কিন্তু আগুনে কেড়ে নিলো সে স্বপ্ন। মধ্যরাতে গরু পুড়তে দেখে বাঁচাতে কৃষক ঝাঁপ দেন আগুনে। এতে শরীর ঝলসে গেলেও শেষ অবধি রক্ষা হলো না। আগুনে পুড়ে গেলো গরু। গরীব কৃষকের দুই লাখ টাকার ক্ষতি হলো।

মঙ্গলবার দিবাগত রাতে (২৪ ফেব্রুয়ারি) নাটোরের সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক সালাম জানান, তিনি বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে একটা গরু কিনেছিলেন। তার ভাই মানিকও অপর একটি গরু কিনে লাভের আশায় লালন-পালন করছিলেন। গরু দুটি পাশাপাশি দুই ঘরে রাখা ছিল। মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে তাদের। এসময় তিনি তার গোয়াল ঘরে আগুন দেখতে পান। গরু বাঁচাতে আগুনকে তোয়াক্কা না করে প্রবেশ করেন গরু রাখার ঘরে। তার চিৎকারে পরিবারের অন্য সদস্য ছাড়াও স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসলেও গরু দুটো মারা যায়। তারও মুখ-হাত ঝলসে যায়।

এ ঘটনায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে সালাম আক্ষেপ করে বলেন, এখন তার স্বপ্নও শেষ, আবার ঋণও টানতে হবে। কীভাবে এই পরিস্থিতি থেকে বাঁচবেন তা বুঝতে পারছেন না।

স্থানীয় ইউপি সদস্য নাদিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সালামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।