জেএমবি সদস্যের ৩ বছরের কারাদণ্ড

নওগাঁয় এক জেএমবি সদস্যের ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষিত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে জেলার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মেহেদী হাসান তালুকদার মামলার শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। আসামির নাম হাতেম আলী (৪৫)।

আদালত সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা কর্মকর্তারা ২০১৬ সালে ১২ জুন রাতে মান্দা উপজেলার তালপাতিলা গ্রামে হাতেম আলীর বাড়ি ঘেরাও করে তার শয়ন ঘর থেকে ৩টি ককটেল উদ্ধার করেন। এরপর বিস্ফোরক দ্রব্য আইনে মান্দা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারকালে রাষ্ট্রপক্ষ মোট ১১ জন সাক্ষী উপস্থাপন করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার সকালে নওগাঁর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মেহেদী হাসান প্রকাশ্য আদালতে এই রায় ঘোষণা করেন। পরে আসামি হাতেম আলীকে জেলা কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সঞ্জীব কুমার সরকার ও আসামিপক্ষে অ্যাডভোকেট আবু জাহিদ মো. রফিকুল ইসলাম।